দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর আবারও শিক্ষাব্যবস্থায় ফিরছে ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি ২০২৫ সাল থেকে এ পরীক্ষা কার্যকর হবে এবং এর নতুন নীতিমালা প্রকাশিত হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, সারা দেশে প্রায় ১২ হাজার শিক্ষার্থী সমানভাবে ছেলে-মেয়ে হিসেবে বৃত্তি পাবেন। উপজেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে ‘সাধারণ’ ও ‘ট্যালেন্টপুল’ গ্রেডে দুই ধরনের বৃত্তি প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পরবর্তী তিন বছর প্রতি মাসে ৪৫০ ও ৬০০ টাকার হার অনুযায়ী আর্থিক সহায়তা পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ‘ইবতেদায়ি ৫ম শ্রেণি বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৫’ শিরোনামে প্রকাশিত এ পরিপত্রে বৃত্তি পরীক্ষার পরিধি, বিষয়, নম্বর বণ্টন, পরীক্ষা পদ্ধতি ও বৃত্তি দেওয়ার নিয়মাবলি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদ্রাসায় অধ্যয়নরত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

আর অংশগ্রহণকারীদের নির্বাচন করা হবে চতুর্থ শ্রেণির সব প্রান্তিক পরীক্ষার সামষ্টিক ফলের ভিত্তিতে। তবে জাতীয় স্টিয়ারিং কমিটি চাইলে এ হার পরিবর্তন করতে পারবে। একজন শিক্ষার্থী একবার রেজিস্ট্রেশন করার পর অন্য কোনো মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

Share.
Leave A Reply

Exit mobile version