বেতন কাঠামোর ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাস পাওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের সব ধরনের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন।

সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি এ ঘোষণা দেন।

এর আগে অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত শিক্ষকরা।

গত তিন দিন ধরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চালিয়ে আসছিলেন তারা।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, আমাদের দাবি দশম গ্রেড হলেও অর্থ মন্ত্রণালয় আমাদের জন্য ১১তম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে।

অর্থ মন্ত্রণালয় আমাদের এমন আশ্বাস দিয়েছেন, যা কখনও দেননি। তাদের প্রতি আস্থা রেখে আমরা আগামীকাল (মঙ্গলবার) থেকে আমাদের সকল কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি।

তিনি আরও নিশ্চিত করেন, আগামীকাল থেকেই শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন। আনুষ্ঠানিক ঘোষণা শহীদ মিনারে গিয়ে নেতারা দেবেন।

Share.
Leave A Reply

Exit mobile version