আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়েছে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করছে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, “ডিসেম্বরের মধ্যে যদি প্রতিটি ওয়ার্ডে আমাদের আহ্বায়ক কমিটি গঠন করা সম্ভব হয়, তাহলে আমরা ৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে সক্ষম হবো। কমিটি গঠনের প্রক্রিয়া বর্তমানে চলছে।”

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে এনসিপির চার জেলার আহ্বায়ক এবং সদস্য সচিবদের সাক্ষাৎকার-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আওয়ামী লীগ এবং তাদের সহযোগী জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনো অধিকার নেই। তারা যখন বলেন, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না, তখন তারা আবারো প্রমাণ করছে যে তাদের জন্মদাতা হলো আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগই তাদের বড় করেছে। স্পষ্ট ভাষায় বলি, যারা ২০১৪ সালের ২৪ জানুয়ারির অভ্যুত্থানে হাজার হাজার মানুষ হত্যা করেছে, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা, হাজার হাজার গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দায়ী, তারা এই দেশের কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্য নয়।

Share.
Leave A Reply

Exit mobile version