জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন আজ (বৃহস্পতিবার) শেষ হচ্ছে।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ আজ রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন) চূড়ান্ত দিনের যুক্তিতর্ক পেশ করবে। এরপর রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার পক্ষে থাকা আইনজীবীরা পাল্টা যুক্তি উপস্থাপন করবেন।

সবশেষে আসামিপক্ষের যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন, এবং রায়ের জন্য দিন নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল

এদিকে আজ দুপুরে একই ট্রাইব্যুনালে চাঁনখারপুলে ছয়জন হত্যার মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন।

অন্যদিকে, বৃহস্পতিবার ট্রাইব্যুনাল–২-এ আশুলিয়ার ছয় লাশ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণও অনুষ্ঠিত হবে।

Share.
Leave A Reply

Exit mobile version