ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যদি যুদ্ধবিরতি চুক্তির শর্ত না মানে, তাহলে ইসরায়েলকে আবার গাজায় সামরিক অভিযান চালানোর অনুমতি দেওয়া হতে পারে— এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমি বললেই ইসরায়েল রাস্তায় নেমে পড়বে।” ট্রাম্পের দাবি, হামাস যদি নিরস্ত্র হতে অস্বীকার করে, তাহলে ইসরায়েলকে নতুন করে পদক্ষেপ নিতে দেওয়া হবে। তিনি আরও যোগ করেন, “আমি-ই এখন পর্যন্ত ওদের (ইসরায়েলকে) থামিয়ে রেখেছি।”
ট্রাম্প জানান, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ২০ জন জীবিত ইসরায়েলি বন্দির মুক্তি। হামাসকে অবশ্যই প্রতিশ্রুতি অনুযায়ী নিহতদের মরদেহ ফেরত দিতে হবে এবং অস্ত্র জমা দিতে হবে।
অন্যদিকে, হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস জানায়, তারা ইতিমধ্যেই সব জীবিত বন্দি ও উদ্ধারযোগ্য মরদেহ হস্তান্তর করেছে। বাকি মরদেহ উদ্ধার করতে বিশেষ সরঞ্জাম ও সময় প্রয়োজন বলে জানিয়েছে সংগঠনটি।
এর আগে ট্রাম্পের মধ্যস্থতায় গত ২৯ সেপ্টেম্বর যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়। এতে গাজায় যুদ্ধবিরতি, বন্দি বিনিময় ও ধীরে ধীরে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের কথা ছিল।
তবে যুদ্ধবিরতির পরও উত্তেজনা পুরোপুরি কমেনি। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজার ৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত, যাদের অধিকাংশই নারী ও শিশু। বিধ্বস্ত গাজা উপত্যকা এখন প্রায় বাসযোগ্যতার সংকটে।
