এশিয়ান কাপ বাছাইপর্বে ঘরের মাঠে শেষ মুহূর্তে গোল হজম করে হংকং চায়নার কাছে ৪-৩ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই হারের প্রতিশোধ নেওয়ার মিশনেই এবার লড়াইয়ে নামছে জামাল ভূঁইয়া–হামজা চৌধুরীরা। 

বুধবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিশোধ ও তিন পয়েন্ট দুই লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় লাল সবুজের দলটি। 

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, আমরা আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে হেরেছি। এবার আমাদের লক্ষ্য একটাই তিন পয়েন্ট অর্জন করা।

একই সুরে কথা বলেছেন মিডফিল্ডার হামজা চৌধুরীও। তিনি বলেন, জানি, স্টেডিয়ামে হংকং সমর্থকদের আধিপত্য থাকবে। কিন্তু আমরা এর আগেও এমন পরিবেশে খেলেছি। ম্যাচ চলাকালীন এসব কিছু মাথায় থাকে না। সবকিছু ছাপিয়ে আমাদের চোখ শুধু পূর্ণ তিন পয়েন্টে।

তবে আগের ম্যাচে ডিফেন্সের ভুল এবং গোলরক্ষক মিতুল মারমার পারফরম্যান্স নিয়ে সমালোচনা থেমে নেই। অনেকে গোল হজমের দায় দিচ্ছেন মিতুলের কাঁধে। কিন্তু বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা তাতে একমত নন।

কাবরেরা বলেন, মিতুলকে নিয়ে অনেকেই সমালোচনা করছেন, কিন্তু আমি তেমন কোনো সমস্যা দেখছি না। তার সবচেয়ে বড় শক্তি হলো বিল্ডআপে ভূমিকা রাখা। আমাদের পরিকল্পনায় সে এখনো সেরাদের একজন।

বাংলাদেশের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ, কারণ এই জয়ই হতে পারে তাদের পরবর্তী ধাপের পথে আত্মবিশ্বাসের বড় উৎস।

Share.
Leave A Reply

Exit mobile version