বিপিএল নিলামে সবাইকে চমকে দিয়েছেন নাঈম শেখ। সবচেয়ে বেশি দাম পেয়েছেন তিনি। বিক্রি হয়েছেন ১.১০ কোটি টাকায়। এরপর তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নিজের অনুভূতি।

গতকাল একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে নাঈম বলেছেন, ‘সত্যি কথা বলতে, প্রথমে খুব একটা মনোযোগ দিইনি। তিনটা দলের আগ্রহের কথা শুনেছিলাম, তাই জানতাম আনসোল্ড হব না। বেস প্রাইসে গেলেও সমস্যা ছিল না। পুরো নিলাম দেখিনি, তবে নার্ভাস লাগছিল। নিলাম আমাদের জন্য নতুন। এর আগে সবসময় ড্রাফট ছিল। তাই অনুভূতিটা আলাদা ছিল… আর ভালোও লেগেছে।’

দাম এতটা বাড়বে ভেবেছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘দুই–তিনটা দল ডাকবে এটা জানতাম। কিন্তু এত ওপরে যাবে, প্রথম কলের সবচেয়ে দামী খেলোয়াড় হব—এটা ভাবিনি। রিপন খুব ভালো করছে, ওর বড় দাম পাওয়ার কথা ছিল। হৃদয়ও দারুণ ফর্মে আছে। লিটন ভাই আছেন। আরও অনেকেই আছেন যারা হয়তো বেশি পাওয়ার যোগ্য ছিল, কিন্তু পায়নি। সরাসরি নিলামে এটাই স্বাভাবিক।’

নিজের নাম ঘোষণার মুহূর্ত নিয়ে নাঈমের কথা, ‘এনসিএল চলছে, তাই সবাই ফোনে নিলাম দেখছিল। কে আগে যাবে—লিটন ভাই নাকি আমি—এসব নিয়ে উত্তেজনা ছিল। আমরা মাঠ থেকে বাসে ফিরছিলাম, তখনই আমার নাম আসে। সবাই হঠাৎ চিৎকার দিয়ে ওঠে, উদযাপন শুরু হয়। খুব মজার এবং আবেগের মুহূর্ত ছিল।’

নিলাম প্রক্রিয়া কেমন লাগল জানতে চাইলে নাঈম বলেন, ‘শেষ নিলামের কিছুটা মনে আছে—তামিম ভাই, সাকিব ভাইরা তখন বড় অঙ্ক পেয়েছিলেন। তখন এসব দেখে অনুপ্রাণিত হতাম। কিন্তু সিস্টেমে আসার পর কখনো এই অভিজ্ঞতা হয়নি। এবার হয়ে গেল… খুব মজা লেগেছে।’

বড় অঙ্কের টাকা মানেই বাড়তি চাপ—এমন প্রশ্নে তিনি বলেন, ‘ঢাকা লিগেই আমি সবচেয়ে বেশি আয় করা শীর্ষ ৫ খেলোয়াড়ের একজন। নাম বলব না, তবে টাকা থেকে যে প্রত্যাশা আসে, সেটা আমার নতুন না। কম দামেও গেলে কাজের প্রতি নিবেদন বদলাত না। পেশাদার ক্রিকেটে আছি অনেক দিন, দায়িত্ব বুঝি। এবারও আগের মৌসুমের মতো দলকে রান করে জিতিয়ে সাহায্য করতে চাই।’

Share.
Leave A Reply

Exit mobile version