২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রার্থী করার উদ্যোগ নিয়েছে ইসরাইল। বিশ্বজুড়ে সমর্থন সংগ্রহ করে তাঁর প্রার্থিতা জমা দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্পকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে অভিহিত করে এই ঘোষণা দেওয়া হয়।

ট্রাম্প নিজেও নোবেল শান্তি পুরস্কারে আগ্রহ প্রকাশ করেছেন। আর ঠিক এমন সময়েই—ভেনেজুয়েলার নেত্রী মারিয়া কোরিনা মাচাদো এবারের নোবেল পুরস্কার জেতার কয়েকদিন পরেই আসে ইসরাইলের এই ঘোষণাটি।

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানা ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতায় ভূমিকার জন্য মার্কিন প্রেসিডেন্টের ব্যাপক প্রশংসা করেন।

নেসেট মার্কিন প্রেসিডেন্টকে দাঁড়িয়ে করতালি দেয়ার পর ওহানা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি শান্তির প্রেসিডেন্ট। এই গ্রহে এমন কোনো ব্যক্তি নেই যিনি শান্তি এগিয়ে নেয়ার জন্য আপনার চেয়ে বেশি কিছু করেছেন। কেউ এর কাছেও যায়নি।’

শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টার জন্য ট্রাম্প সর্বোচ্চ স্বীকৃতি পাওয়ার যোগ্য বলেও মনে করেন নেসেটের স্পিকার আমির ওহানা।

এরই ধারাবাহিকতায় তিনি বলেন, ‘আমি ঘোষণা করছি, আমাদের ভালো বন্ধু, হাউসের স্পিকার মাইক জনসনের সাথে, আমরা আগামী বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার (ট্রাম্পের) প্রার্থীতা জমা দেয়ার জন্য বিশ্বজুড়ে বক্তা এবং সংসদের সভাপতিদের একত্রিত করব। প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার চেয়ে যোগ্য আর কেউ নেই।’

সূত্র: এনডিটিভি

Share.
Leave A Reply

Exit mobile version