জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ের কর্মকর্তারা যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করার দায়িত্ব আমি নিজে গ্রহণ করেছি।”

রোববার (১২ অক্টোবর) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে নিয়োগ পাওয়ার পর দুপুরে যোগদান করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে তিনি চুক্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নির্বাচনকালীন চ্যালেঞ্জ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে সিনিয়র সচিব বলেন, আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশ হলো, এটা সুষ্ঠু একটা নির্বাচন হবে। নির্বাচনকালীন আমরা নির্বাচন কমিশনের অধীনে চাকরি করবো। আমাদের যারা মাঠ প্রশাসনে আছেন, আমার বিশ্বাস তারা অত্যন্ত নিরপেক্ষভাবে এই দায়িত্ব পালন করবেন। সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার। এই দায়িত্ব আমি নিলাম।

তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা কোনো সমস্যা নয়, জনগণ যদি নিরপেক্ষ নির্বাচন চায়, তাহলে এটা করা সম্ভব। আমরা চাইবো নির্বাচনকালীন যে কর্মকর্তারা দায়িত্বে থাকবেন তারা যাতে সব বিতর্কের ঊর্ধ্বে থাকেন।

নতুন সচিব কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কর্মকর্তারা যদি নিরপেক্ষ নির্বাচন না করে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই তাৎক্ষণিক ব্যবস্থা নেব। কোনো কর্মকর্তার যদি দলীয় সম্পৃক্ততা পাওয়া যায়, উনাকে নির্বাচনের বাইরে রাখবো। প্রধান উপদেষ্টা বলেছেন বলা হয়েছে প্রিসাইডিং অফিসার ক্ষমতাবান থাকবেন, উনি যদি ওনার ক্ষমতা ব্যবহার না করেন তবেও তার বিচার হবে। আমাদেরও সেই ম্যাসেজ।

তিনি বলেন, আমার বিশ্বাস উপযুক্ত পরিবেশ ও প্রটেকশন পেলে আমার অফিসাররা একটা নিরপেক্ষ নির্বাচন করতে সমর্থ হবেন।

নিজের অবস্থান স্পষ্ট করে তিনি মন্তব্য করেন, আমি কখনো দলীয় নির্দেশে কাজ করিনি। এখনো করি না ভবিষ্যতেও করবো না।
কর্মকর্তাদের নিরপেক্ষতা নিশ্চিতের জন্য ‘প্রটেকশন’ বা সুরক্ষার বিষয়ে জানতে চাইলে মো. এহছানুল হক বলেন, প্রটেকশনটা হলো এই যে, সে স্বাধীনভাবে কাজ করবে। তিনি বিশ্বাস করেন, উপযুক্ত পরিবেশ ও প্রটেকশন পেলে তার কর্মকর্তারা একটি নিরপেক্ষ নির্বাচন করতে সমর্থ হবেন।

এহছানুল হক বলেন, গোলমাল করবেন সেন্টার বন্ধ করে দেওয়া হবে।
তবে নির্বাচনের আগে ডিসি ও ইউএনও পদে পরিবর্তন আসবে কি না, জানতে চাইলে নতুন সিনিয়র সচিব বলেন, আসলে এটা নিয়ে আমার নীতি নির্ধারণই মহলের সঙ্গে কথা বলতে হবে। এর আগে কিছু বলতে পারছি না।

Share.
Leave A Reply

Exit mobile version