গুম ও খুনে জড়িতদের সঙ্গে কোনো ধরনের আপস নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর পার্ক মোড় এলাকায় শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আখতার হোসেন বলেন, ‘এই গুম ও খুনের সঙ্গে সেনাবাহিনী, ডিজিএফআই, র‍্যাবসহ অন্যান্য প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা যুক্ত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এসব গুমের সঙ্গে যেসব সেনা কর্মকর্তা, ডিজিএফআই ও র‍্যাবের কর্মকর্তারা যুক্তি ছিলেন, তাদের অতিসত্বর গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও দেশের জনগণের অংশ। কিন্তু এই প্রতিষ্ঠানে থেকে যারা হাসিনার খুন-গুমের হুকুম তামিল করেছে তারা দেশ ও দেশের মানুষের শত্রু, তাদের সঙ্গে কোনো আপসের জায়গা নেই।’

সংস্কার বাস্তবায়ন না করে কেবল অগোছালোভাবে ক্ষমতা হস্তান্তর করে উপদেষ্টাদের দায়মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, “যেনতেনভাবে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে এই সরকারের গঠনে যুক্ত উপদেষ্টারা দায়মুক্তি পাবেন—এ ধারণা ভ্রান্ত। জনগণের পক্ষ থেকে গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা যে ম্যান্ডেট পেয়েছেন, সেটি পূর্ণভাবে বাস্তবায়নের মাধ্যমেই কেবল তারা একটি নিরাপদ প্রস্থান (সেফ এক্সিট) নিশ্চিত করতে পারেন।”

এর আগে সদ্যপ্রয়াত জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত করে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন আখতার হোসেন। পরে পীরগাছা ও কাউনিয়ার বিভিন্ন স্থানে দলীয় প্রচারে অংশ নেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version