ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল অপশক্তিকে প্রতিরোধ করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে যারা অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে চায়—তাদের রুখে দাঁড়ানো হবে।”

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শারদীয় দুর্গোৎসব ঘিরে এবারও নাশকতামূলক কাজ করার অপচেষ্টা চলছে। অপশক্তিকে প্রতিহত করা হবে। ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে কখনও কারও উপনিবেশ বানাতে দেওয়া হবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে অপশক্তিকে প্রতিহত করা হবে। 

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, পরাজিত শক্তি নাশকতামূলক কাজ করার চেষ্টা করছে। তবে লাভ হবে না। জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে।

এ সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস উপস্থিত ছিলেন। 

Share.
Leave A Reply

Exit mobile version