সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা। বিষয়টি নিয়ে তাকে সতর্ক করেছে জামায়াতে ইসলামি, তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি।

জানা গেছে, বক্তব্যটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই জামায়াতের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। তবে সে সময় আমির হামজা চট্টগ্রামে অবস্থান করায় দলীয় দায়িত্বশীলরা তার সঙ্গে সরাসরি দেখা করতে পারেননি।

গত ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ফেরার পর হামজাকে নিয়ে বসে জামায়াতের একটি শীর্ষ পর্যায়ের দল। এতে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চলের পরিচালক মোবারাক হোসাইন। হামজার ব্যাখ্যা শোনার পর মোবারাক হোসাইন তার বক্তব্য সাংগঠনিক নিয়ম অনুযায়ী জামায়াতের নীতিনির্ধাকদের জানিয়েছেন। এরপর জামায়াতের পক্ষ থেকে হামজাকে ওয়াজে বিতর্কিত কথা বলার ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আবার একই ধরনের বক্তব্য দিলে জামায়াত যেকোনো কঠোর সিদ্ধান্ত নেবে বলেও জানানো হয়েছে তাকে।

এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চলের পরিচালক মোবারাক হোসাইন বলেন,‘উনাকে নিয়ে আমরা বসেছিলাম। তিনি তার ভুল স্বীকার করেছেন। তিনি একথাও বলেছেন যে ইতিমধ্যে তিনি এ ব্যাপারে ক্ষমাও চেয়েছেন। আমরা তাকে বলেছি, আগামীতে এ জাতীয় কন্ট্রোভার্সিয়াল (বিতর্কিত) কথা যদি আমরা শুনি, তাহলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’

Share.
Leave A Reply

Exit mobile version