খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন এবং একজন মেজরসহ ১৩ জন সেনা সদস্য ও গুইমারা থানার অফিসার ইনচার্জসহ তিনজন পুলিশ সদস্যসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগিরই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।  

ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণপূর্বক শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বিবৃতিতে। 

এ বিষয়ে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে। 

Share.
Leave A Reply

Exit mobile version