মিয়ানমারে বন্দি সাবেক নেত্রী অং সান সু চি মারাত্মক হৃদরোগে ভুগছেন এবং তার জরুরি চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন ছেলে কিম আরিস। তিনি জানান, ৮০ বছর বয়সী সু চি প্রায় এক মাস আগে কার্ডিওলজিস্ট দেখার অনুরোধ করেছিলেন, তবে সেই আবেদন অনুমোদিত হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

আরিস লন্ডন থেকে ফোনে রয়টার্সকে বলেন, ‘যথাযথ চিকিৎসা পরীক্ষা ছাড়া তার হৃদযন্ত্রের অবস্থা জানা সম্ভব নয়। আমি ভীষণভাবে চিন্তিত। এমনকি তিনি জীবিত আছেন কি না তাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’

নোবেলজয়ী সু চি হাড় ও দাঁতের সমস্যায়ও ভুগছেন বলে ধারণা করা হচ্ছে। মার্চে ভয়াবহ ভূমিকম্পে তিনি আহত হতে পারেন বলে আশঙ্কা করেছেন তার ছেলে।

২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর থেকে সু চি সামরিক হেফাজতে আছেন। তাকে দুর্নীতি, নির্বাচনী জালিয়াতি ও উসকানির অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হিসেবে সু চি বিশ্বজুড়ে পরিচিত। তিনি এর আগে প্রায় দুই দশক নানা ধরনের আটক অবস্থায় কাটিয়েছেন, যার মধ্যে ১৫ বছর ছিলেন গৃহবন্দি।

তার মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে বিদেশি সরকার ও মানবাধিকার সংগঠনগুলো আহ্বান জানিয়ে আসছে।

সূত্র : রয়টার্স, মিয়ানমার নাউ

Share.
Leave A Reply

Exit mobile version