ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চিঠিতে ন্যায় বিচারের স্বার্থে বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু বিষয়টি উল্লেখ করে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।

পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৮টি অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করে দুদক।

এর মধ্যে নিজ নামে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭নং সেক্টরের ২০৩নং রাস্তার ৯নং প্লট নেওয়ার অভিযোগ শেখ হাসিনাসহ ১২ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয় গত ১০ মার্চ। এছাড়াও তাঁর বিরুদ্ধে আরো ৫টি চার্জশিট দেওয়া হয়েছে, যা আদালতে বিচারাধীন রয়েছে। তাই উক্ত মামলায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য রেড নোটিশ জারীর নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের মহাপরিদর্শক বরাবর পত্র পাঠানো হয়।

অন্যদিকে, পূর্বাচল আবাসন প্রকল্পের প্লট দুর্নীতির মামলায় সজীব আহমেদ ওয়াজেদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরেকটি মামলা চলমান আছে। এই কারণে পুলিশকে পুলিশ মহাপরিদর্শকের মাধ্যমে রেড নোটিশ জারির ব্যবস্থা গ্রহণের জন্য পত্র পাঠানো হয়েছে, যাতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যায়।

দুদক ২৭ ডিসেম্বর জানিয়েছিল, শেখ হাসিনা ও তার পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করা হবে। দেড় দশক ক্ষমতাসীন থাকার পর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান এবং সেখানেই রয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version