কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগর থেকে মাছ ধরার পর ফেরার পথে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ১২ জন বাংলাদেশি জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে বলে জানা গেছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরের দিকে নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫) ও নুরুল আমিন (৪৫)। আরেকজনের নাম জানা যায়নি। অপহৃত জেলেরা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

নৌকার মালিক সোলতান আহমেদ জানান, তার নৌকায় ১২ জন জেলে সাগরে মাছ ধরতে গিয়েছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তারা ঘাটে ফিরে আসছিল। ফেরার পথে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সদস্যরা নৌকাসহ তাদের ধরে নিয়ে যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন গণমাধ্যমকে বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে আমরা সবাই কাজ করছি, যাতে জেলেদের দ্রুত ফেরত আনা সক্ষম হয়।

Share.
Leave A Reply

Exit mobile version