সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামী সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৫। ইতিমধ্যেই পাকিস্তান ও ভারত তাদের দল ঘোষণা করেছে। শুক্রবার বাংলাদেশও ঘোষণা করেছে ১৬ সদস্যের স্কোয়াড, যেখানে একাধিক চমক রয়েছে।

বাংলাদেশ স্কোয়াডে নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান ফিরেছেন। তবে মেহেদি হাসান মিরাজ এবং নাঈম শেখরা ছাড়পত্র পেয়েছেন। দল ঘোষণার একদিন পর, শনিবার সংবাদ সম্মেলনে হাজির হন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

বাংলাদেশ কি চ্যাম্পিয়ন হতে পারবে?

প্রশ্নের উত্তরে লিপু বলেন,

“ক্রিকেটের সঙ্গে আমাদের আবেগ জড়িত। আবেগের জায়গা থেকে ইতিবাচক ভাবনা অবশ্যই ভালো। তবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করা প্রয়োজন। কোথায় আমরা দাঁড়িয়ে আছি, পথ কতটা সুগম বা দুর্গম, চ্যালেঞ্জ কোথায়—এসব দেখা জরুরি।”

লিপু আরও উল্লেখ করেন, বাংলাদেশের অতীতে এশিয়া কাপ ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে, তাই সুযোগ আছে। তবে তিনি ধাপে ধাপে খেলার পরামর্শ দেন এবং সতর্ক করেন, মাঠে কেউ কাউকে ছাড় দেবে না।

তিনি উদাহরণ হিসেবে বলেন,

“বিশ্বকাপে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি, কিন্তু আফগানিস্তানের সঙ্গে খেলতে পারিনি। এশিয়া কাপেও এই দলগুলো আমাদের গ্রুপে আছে। তাই আবেগ নয়, যুক্তি ও বিশ্লেষণই আমাদের সাফল্যের চাবিকাঠি।”

বাংলাদেশের মূল লক্ষ্য এখন ধাপে ধাপে শক্তি বাড়িয়ে ফাইনালে পৌঁছানো, এবং প্রতিটি ম্যাচকে যথাযথ পরিকল্পনা ও বিশ্লেষণের মাধ্যমে মোকাবিলা করা।

Share.
Leave A Reply

Exit mobile version