রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ না হলে রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ থামানোর সমাধান না হলে উচ্চমাত্রার শুল্ক, কঠোর নিষেধাজ্ঞা কিংবা উভয় পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলে সতর্ক করেছেন তিনি।

শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “সম্প্রতি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে মার্কিন সরকারের একটি কারখানা ধ্বংস হয়েছে। এ ঘটনায় আমি মোটেও খুশি নই। শুধু এই ঘটনাই নয়, এই যুদ্ধ সম্পর্কিত কোনো বিষয়েই আমি সন্তুষ্ট নই।”

তিনি আরও যোগ করেন, “আগামী দুই সপ্তাহের মধ্যে সংকট নিরসনের পথ খুঁজে বের করব। যদি তা সম্ভব না হয়, তবে আমাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। সেটা হতে পারে উচ্চমাত্রার শুল্ক, বড় ধরনের নিষেধাজ্ঞা, কিংবা উভয়ই।”

ট্রাম্প জানিয়ে দেন, ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর থেকেই তিনি এই যুদ্ধাবসানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। গত আট মাসে একাধিকবার পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং ১৫ আগস্ট আলাস্কায় সরাসরি বৈঠকও করেছেন। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

সেই বৈঠকের পর ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন, খুব শিগগিরই পুতিন-জেলেনস্কি এবং তার নিজস্ব অংশগ্রহণে ত্রিপাক্ষিক বৈঠক হতে পারে। তবে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই ল্যাভরভ এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়ে দেন—পুতিন-জেলেনস্কির মধ্যে এখন পর্যন্ত কোনো বৈঠকের পরিকল্পনা নেই এবং শিগগিরই হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। কারণ, আলোচনার জন্য যেসব বিষয়ে প্রাথমিক সমঝোতা প্রয়োজন, তার প্রতিটিতেই জেলেনস্কির অবস্থান নেতিবাচক।

রাশিয়ার এই অবস্থান জানার পরই নতুন করে কড়া প্রতিক্রিয়া দিলেন ট্রাম্প।

Share.
Leave A Reply

Exit mobile version