নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের কোয়ারা রাজ্যের ওকে-ওডে শহরে ডাকাতদের হামলায় স্থানীয় বনরক্ষী ইউনিটের ১২ সদস্য নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, সোমবার (২৯ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে।
হামলাটি উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ায় ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার ইঙ্গিত দেয়। সেখানে স্থানীয়ভাবে ডাকাত নামে পরিচিত সশস্ত্র দলগুলো গ্রামীণ সম্প্রদায়ের ওপর গণহত্যা, অপহরণ ও অভিযান চালিয়ে যাচ্ছে।
পুলিশ জানায়, সেনা এবং বন সুরক্ষা বাহিনী আক্রমণকারীদের খুঁজে বের করার জন্য যৌথভাবে অনুসন্ধান চালাচ্ছে। শিগগিরই দোষীদের বিচারের আওতায় আনা হবে।
এমন প্রেক্ষাপটে নাইজেরিয়ান সেনা সদর দপ্তর অভিযান তদারকির জন্য কোয়ারায় ইতোমধ্যে অধিক সৈন্য মোতায়েন করেছে।
এ বিষয়ে কোয়ারা পুলিশের মুখপাত্র আদেতুন এজিরে-আদেয়েমি বলেন, রোববার স্থানীয় সময় সকাল ৬টা নাগাদ বন্দুকধারীরা একটি স্থানীয় সরকারি ভবনে হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। হামলায় আরও চার জন আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন।
এই হামলার নিন্দা জানিয়েছেন কোয়ারা রাজ্যের গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধির আহ্বান জানান তিনি।