ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন বলে জানা গেছে। রোডম্যাপ চূড়ান্তের পর সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনাররা একান্ত বৈঠকে অংশগ্রহণ করবেন। এছাড়া, কখন এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে সেটিও নির্বাচন কমিশন জানাবে।

ইসির সূত্রগুলো জানিয়েছে, এখন পর্যন্ত নির্বাচন কমিশন যে পরিকল্পনা করেছে, সে অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ গণমাধ্যমে বলেন, কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করলাম। অনেকগুলো বিষয় থাকায় আজকের মধ্যে সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে রবিবার-সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ভোটের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে বলে আগেই এক বক্তব্যে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

গত ৫ আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

চলতি বছরের শুরুতে হালনাগাদ হওয়া ভোটার তালিকা অনুযায়ী, আগামী নির্বাচনে মোট ১২ কোটি ৩৭ লাখ ভোটার অংশগ্রহণ করবেন। এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।

Share.
Leave A Reply

Exit mobile version