স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, দেশের প্রথম ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র গোপালগঞ্জে নয়, মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবস্থিত কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (১৬ আগস্ট) সিরাজদিখানের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, “গোপালগঞ্জ অনেকটা এক প্রান্তে পড়ে গেছে। ভ্যাকসিন উৎপাদনের পর তা সংরক্ষণ করে দ্রুত সারাদেশে সরবরাহ করতে হলে কেন্দ্রীয় ভৌগোলিক অবস্থানই বেশি উপযুক্ত।”

এ জন্য এমন স্থান প্রয়োজন, যেখান থেকে সহজে পরিবহন নিশ্চিত করা যায়। গোপালগঞ্জ এ ক্ষেত্রে ফিজিবল নয়। ভ্যাকসিন উৎপাদনের জন্য যেসব প্রযুক্তি ও বিশেষজ্ঞ লাগবে, তাদের সেখানে সব সময় নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই মুন্সীগঞ্জের সিরাজদিখানেই এই প্লান্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, ভ্যাকসিন প্লান্ট স্থাপনের জন্য ইতোমধ্যে ৪০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। জমির রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিসিক। এরপর ধাপে ধাপে যন্ত্রপাতি আমদানি, অনুমোদন এবং স্থাপনার কাজ শুরু হবে। প্রকল্পটি পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আড়াই থেকে তিন বছর সময় লাগতে পারে বলেও জানান তিনি।

নূরজাহান বেগম বলেন, ‘বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে আমরা প্রায় ৭০ শতাংশ ওষুধ সরবরাহ করতে পারছি। গুণগত মানের দিক থেকে এগুলো কোনো বেসরকারি প্রতিষ্ঠানের উৎপাদিত ওষুধের চেয়ে কম নয়। তবে ৯০ থেকে ১০০ শতাংশ চাহিদা পূরণে অতিরিক্ত যন্ত্রপাতি প্রয়োজন হবে, যা দ্রুত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

Share.
Leave A Reply

Exit mobile version