প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি নেই। প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সেই অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৫ আগস্ট) মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, পুরো জাতি নির্বাচনের জন্য প্রস্তুত। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। বর্ষা শেষ হলেই পাড়া-মহল্লায় নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়বে। তখনই আপনারা নির্বাচনের মহোৎসব প্রত্যক্ষ করবেন।

Share.
Leave A Reply

Exit mobile version