কুয়েতে বাংলাদেশিসহ ১০ জন প্রবাসী শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম ‘আরব টাইমস’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, সুরতহাল রিপোর্টে প্রাথমিকভাবে অতিরিক্ত মদপানকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আহমাদি গভর্নরেটে জলিব আল শুয়ুখ এলাকার ৪ নম্বর ব্লক থেকে মদ কেনা হয়েছিল। মারা যাওয়া ১০ প্রবাসীর মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন। তাদের মধ্যে মোনায়েম মিয়ার পরিচয় পাওয়া গেছে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়। তিনি কুয়েতে ন্যাশনাল কোম্পানির শ্রমিক ছিলেন।

আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মৃত্যুর পরিস্থিতি খতিয়ে দেখছে বলে জানা গেছে। কারণ নিহতরা সবাই ওই এলাকায় কর্মরত প্রবাসী ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version