ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণাকে কেন্দ্র করে সংস্কার ও নতুন সংবিধান বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১২ আগস্ট) কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে তিনি শঙ্কার কথা জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, কিন্তু সেই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে না। যদি নির্বাচন ফেব্রুয়ারিতেই হয়, তাহলে যারা সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে শহীদ হয়েছেন, তাদের জীবন সরকারের ফেরত দিতে হবে।”

তিনি আরও বলেন, সংস্কার এবং নতুন সংবিধান ছাড়া নির্বাচন হলে মায়ের বুকে সন্তানকে ফিরিয়ে দিতে হবে।

একই সিস্টেমের মধ্য দিয়ে নির্বাচনে গেলে এতগুলো মানুষের শহীদ হওয়ার প্রয়োজন ছিল না বলেও জানান তিনি।

এ সময় গণভবনের মতো বঙ্গভবনের পতনও তরুণদের হাত ধরেই হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “মিডিয়ার সম্পাদকদের কোনো লজ্জা নেই। তারা বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত ধোঁকা দিয়ে যাচ্ছে। ভারতে যেমন তরুণ প্রজন্ম বিকল্প গণমাধ্যম গড়ে তুলেছিল, তেমনি বাংলাদেশিদেরও তা করতে হবে।”

তিনি অভিযোগ করে বলেন, “বাংলাদেশপন্থি সাংবাদিকদের জোর করে নির্দিষ্ট সংবাদ প্রচার করানো হয়। তারা এখন নতুন এক বন্দিশালার মধ্যে পড়ে গেছে।”

মিডিয়া মালিক এবং সম্পাদকরা দালালি শুরু করেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, গণমাধ্যম আগে ছিল হাসিনা মাধ্যম, এখন কী হয়েছে বললে চাকরি থাকবে না।

এ সময় গোয়েন্দা সংস্থারও সমালোচনা করেন তিনি। নাসীরুদ্দীন বলেন, ডিজিএফআইয়ের একমাত্র কাজ মানুষকে ভীতি প্রদর্শন করা। আমরা আয়নাঘর ভেঙে দিয়েছি। সামনে প্রয়োজন হলে ডিজিএফআইয়ের হেডকোয়ার্টারও ভেঙে দেয়া হবে।

তরুণদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, দালাল ব্যবসায়ী শ্রেণি তৈরি হয়েছে। বেকাররা নেমেছিল চাকরির জন্য, তা না হলে কিসের নির্বাচন।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “শেখ হাসিনাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে—তাহলেই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। তবে আমরা সংঘাতে জড়াতে চাই না। ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিপক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

Share.
Leave A Reply

Exit mobile version