ইরান শনিবার (৯ আগস্ট) জানিয়েছে, দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য গুপ্তচরির অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কেউ ক্ষমা পাবে না এবং তাদের বিচার হবে উদাহরণ হিসেবে।
গত বুধবার রুজবেহ ভাদী নামে এক পরমাণু বিজ্ঞানীকে ফাঁসিতে ঝোলানো হয় ইরানে। তিনি অপর এক বিজ্ঞানীর তথ্য দখলদার ইসরায়েলকে দিয়েছেন। ওই বিজ্ঞানী গত জুনে ইসরায়েলের হামলায় নিহত হন।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি তেহরানে বলেন, “গুপ্তচরদের মধ্যে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, তাদের ছাড় দেওয়া হবে না।” তিনি আরও জানান, বিচার বিভাগ ইসরায়েলের এজেন্টদের কঠোর বিচারের মাধ্যমে সকলের জন্য শিক্ষণীয় উদাহরণ তৈরি করবে।
গত জুনে ইসরায়েল ইরানে একাধিক হামলা চালায়। গুপ্তচরদের সহায়তায় সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হন। দুই দেশের মধ্যে দুই সপ্তাহব্যাপী যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধ শেষে ইরান ব্যাপক গুপ্তচর ধরপাকড় ও দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করছে।
গত কয়েক মাসে ইরানে অন্তত আট জন গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সূত্র: রয়টার্স