জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, নতুন বাংলাদেশের যে ইশতেহার আজ ঘোষণা করা হচ্ছে, সেটি হবে ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট দিকনির্দেশনা। সংকট থেকে উত্তরণের প্রতিটি পথ ওই ইশতেহারের মাধ্যমেই নির্ধারিত হবে বলে জানান তিনি।

রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন,

“আমরা সব ধর্ম, জাতিসত্তা ও নারী-পুরুষ নির্বিশেষে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। এনসিপি কারও পিছনে পড়ে থাকতে চায় না—আমরা চাই সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে।”

তিনি আরও বলেন,

“নতুন বাংলাদেশের যে বার্তা আমরা দিতে চাই, সেটা দৃঢ় প্রতিজ্ঞা থেকেই বাস্তবায়ন করা হবে—ইনশাল্লাহ।”

দলের পক্ষ থেকে আজ বিকেল ৪টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার আনুষ্ঠানিকতা। সমাবেশস্থলে আসতে শুরু করেন বিভিন্ন জেলা ও মহানগরের নেতাকর্মীরা।

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply

Exit mobile version