বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি গুরুতর ব্লকেজ শনাক্ত হয়েছে। এনজিওগ্রামের পর চিকিৎসকরা তাঁর বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নিয়েছেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (৩০ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে শফিকুর রহমানের এনজিওগ্রাম করা হয়। এতে তার হৃদপিণ্ডে তিনটি মেজর ব্লক শনাক্ত হয়। চিকিৎসকরা এনজিওপ্লাস্টির পরিবর্তে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।

জামায়াত আমীরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম জানান, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। এরপর থেকে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা চলছিল। এনজিওগ্রামের ফলাফলের ভিত্তিতে চিকিৎসকেরা বাইপাস সার্জারিকে জরুরি বলে মত দিয়েছেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ডা. শফিকুর রহমানকে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হলেও তিনি নিজেই সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি তাঁর ‘পূর্ণ আস্থা’ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বর্তমানে তার সার্জারির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। জামায়াত নেতার পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version