পূর্বশত্রুতার জেরে রাজধানীর হাজারীবাগে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার (১ আগস্ট) ভোর ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম রওশন আরা (৬৫)। তিনি হাজারীবাগের বেড়িবাঁধ সংলগ্ন ৫ নম্বর কালু নগর এলাকার আমজাদ হোসেনের স্ত্রী।

নিহতের মেয়ে রুনা আক্তার জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে তাদের বাড়ির সামনে পূর্ব শত্রুতার জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে ৩-৪ জন দুর্বৃত্ত লাঠি দিয়ে তার মাকে বেধড়ক মারধর করেন। এতে রওশন আরা গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ভোররাতে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, নিহত নারীর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version