গাজায় দমন-পীড়নের মাত্রা আরও বাড়িয়েছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন আরও শতাধিক ফিলিস্তিনি। নিহতদের মধ্যে অন্তত ৫১ জন ছিলেন একটি ত্রাণকেন্দ্রের বাইরে খাদ্য সহায়তার অপেক্ষায়।

এছাড়া খান ইউনিসের আল-মাওয়াইসি এলাকায় একটি তাঁবুতে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এতে প্রাণ গেছে কমপক্ষে ১৫ জন ফিলিস্তিনির।

এদিকে, হামাস জানিয়েছে—যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তারা অন্য ফিলিস্তিনি সংগঠনগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে তারা বলেছে, ইসরাইলি সামরিক অভিযান বন্ধ ও গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনা শেষে মধ্যস্থতাকারীদের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে এবং আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা দেওয়া হবে।

অন্যদিকে, ইসরাইলি বিমান হামলায় গুরুতর আহত ফিলিস্তিনি ফুটবলার মুহান্নাদ আল-লেলে বৃহস্পতিবার সকালে মারা গেছেন। তিনি খেলতেন খাদামাত আল-মাঘাজি ক্লাবের হয়ে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে প্যালেস্টিনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ৫৮৫ জন ফিলিস্তিনি খেলোয়াড়, যাদের মধ্যে ২৬৫ জনই ছিলেন পেশাদার ফুটবলার। ওয়াফা সংবাদ সংস্থা জানায়, মুহান্নাদ লেলে মাথায় মারাত্মক আঘাত পেয়েছিলেন এবং কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন।

সূত্র: জিও নিউজ

Share.
Leave A Reply

Exit mobile version