যুদ্ধ চলার মধ্যে গত ১৬ জুন দখলদার ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবিতে হামলা চালায়। হামলার সময় লাইভ অনুষ্ঠান উপস্থাপন করছিলেন সঞ্চালিকা সাহার এমামি। ইসরায়েলি হামলার পর চ্যানেলটির সম্প্রচার বন্ধ হয়ে যায়।

এরপর সেই উপস্থাপিকাকে দিয়েই আবার ফিরে আসে টিভি চ্যানেলটি। যেখানে তিনি খবর পরিবেশন করেন।

দেশটির এই উপস্থাপিকাকে পুরস্কারে ভূষিত করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটির জাতীয় সাংবাদিক দিবসের দিন ইরানি এই উপস্থাপিকা এবং টিভি চ্যানেলের নিহত অন্য সাংবাদিকদের সম্মানে বিশেষ ‘সিমন বলিভার’ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন মাদুরো।

উপস্থাপিকা সাহার এমামির হয়ে পুরস্কারটি গ্রহণ করেন ইরানের রাষ্ট্রদূত।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর নিন্দা জানান। অপরদিকে ইরানের জনগণ, সশস্ত্র বাহিনী, সরকার এবং নেতাদের দৃঢ়তার প্রশংসা করেন তিনি।

মাদুরো বলেছেন, ইসরায়েল প্রতিদিন ১০০ ফিলিস্তিনিকে হত্যা করছে। সেখানে পশ্চিমারা এগুলো সহ্য করছে।

সূত্র: ইরান প্রেস নিউজ এজেন্সি

Share.
Leave A Reply

Exit mobile version