বরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি লিভারের সমস্যা, ডায়াবেটিস ও কিডনি জটিলতা নিয়ে ভুগছিলেন। সম্প্রতি শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথমে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। এরপর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে ৬ জুলাই তাকে কেবিনে স্থানান্তর করা হয়। তবে পরবর্তীতে অবস্থা পুনরায় সংকটাপন্ন হলে আবার আইসিইউতে স্থানান্তর করা হয়।

বর্তমানে তার চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ৯ জুলাই রাত সাড়ে ১০টা থেকে প্রায় পৌনে ১২টা পর্যন্ত এই বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, জাতীয় কিডনি ইনস্টিটিউট এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজের অভিজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।

বোর্ড সভা শেষে চিকিৎসকেরা জানান, শিল্পীর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। শরীরে কিছু সংক্রমণ থাকলেও তা নিয়ন্ত্রণে রয়েছে এবং উন্নতির সম্ভাবনা রয়েছে।

শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানী গণমাধ্যমকে জানান, “আইসিইউতে মায়ের সঙ্গে আমার কথা হয়েছে। আগের চেয়ে একটু ভালো মনে হয়েছে। ডাক্তাররাও বলেছেন, এখনও দুর্বল, তবে উন্নতি হচ্ছে।”

ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা, শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। নিয়মিত ডায়ালাইসিস চলাকালীন হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে।

উল্লেখ্য, ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত শিল্পী হিসেবে সংগীতজগতে পথচলা শুরু করেন ফরিদা পারভীন। পরে লালনগীতি গেয়ে কোটি ভক্তের হৃদয়ে স্থান করে নেন। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি ১৯৮৭ সালে একুশে পদক ও ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

Share.
Leave A Reply

Exit mobile version