চলমান বিপিএলে নোয়াখালীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ব্যাচেলর পয়েন্ট নাটকের জনপ্রিয় চরিত্র কাবিলাখ্যাত জিয়াউল হক পলাশ। দলটির দ্বিতীয় ম্যাচ দেখতে সিলেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন তিনি। এ সময় পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক জয়নব আব্বাসের মুখে পরিচিত এক নাম শুনে সরাসরি সম্প্রচারে চমকে ওঠেন পলাশ।

গত ২৭ ডিসেম্বর নোয়াখালী ও সিলেটের ম্যাচ চলাকালে মাঠে উপস্থিত ছিলেন জনপ্রিয় ধারাবাহিকের অভিনেতা পলাশ। ম্যাচের ফাঁকে জয়নব আব্বাস তাকে মাঠে ডেকে নেন এবং নোয়াখালী এক্সপ্রেস নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। হাসিমুখে সাবলীল উত্তর দিচ্ছিলেন পলাশ। 

হঠাৎই জয়নব যখন রোকেয়ার নাম উল্লেখ করে প্রশ্ন করেন, তখনই দৃশ্যপট বদলে যায়। প্রশ্ন শুনে মুহূর্তেই বিস্মিত হয়ে পড়েন পলাশ। অবাক হয়ে পাল্টা প্রশ্ন করেন, ‘ওহ মাই গড, তুমি রোকেয়ার বিষয়টা জানো?’

জয়নব আত্মবিশ্বাসের সঙ্গে জানান, তিনি বিষয়টি জানেন। তখন পলাশ হাসতে হাসতে বলেন, রোকেয়া ভালো আছে, সে নোয়াখালীতেই আছে। অন্যদিকে ইভা আছেন আমেরিকায়, আর তিনি নিজে সিলেটে বসে নোয়াখালী এক্সপ্রেসের খেলা উপভোগ করছেন।

হঠাৎ এই ব্যক্তিগত প্রসঙ্গ উঠে আসায় দর্শকদের মাঝেও তৈরি হয় কৌতূহল ও আনন্দ। ক্রিকেট মাঠে এমন স্বতঃস্ফূর্ত মুহূর্ত বিপিএলের সম্প্রচারকে যে বাড়তি রঙ দিচ্ছে, তা বলাই যায়।

উল্লেখ্য, প্রথমবারের মতো বিপিএলে অংশ নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। তবে টানা দুই ম্যাচেই হারতে হয়েছে দেশ ট্রাভেলসের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি।

Share.
Leave A Reply

Exit mobile version