বলিউডের জনপ্রিয় দম্পতি কাজল ও অজয় দেবগন ২৫ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনে এখনও একে অপরের পাশে রয়েছেন। তাদের সংসারে রয়েছে দুই ছেলে-মেয়ে, আর সেই সুখী পরিবার এখনও ধরে রেখেছে সম্পর্কের স্নেহ এবং বন্ধন।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল এমন একটি কথা বলেছেন যা অনেককেই অবাক করবে। তিনি বলেন, “দেখতে গেলে, আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল।”
১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি অজয়ের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন কাজল। সেই সময় বলিউডে কাজলের ক্যারিয়ার ছিল একেবারে শীর্ষে। কিন্তু হঠাৎ বিয়ের সিদ্ধান্তে কাজলের বাবা শমু মুখোপাধ্যায় খুব একটা খুশি ছিলেন না এবং চার দিন মেয়ের সঙ্গে কথা বলেননি। শেষমেশ, পরিবারের সদস্যদের উপস্থিতিতে খুবই ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়।
অজয় এবং কাজলের দাম্পত্য জীবনে প্রেমের প্রকাশ কখনোই অতিরিক্তভাবে দেখা যায়নি। অজয় সাধারণত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কথা বলেন না, তবে কাজল বরাবরই তার অনুভূতিগুলি প্রকাশ করতে পছন্দ করেন।
কাজল আরও বলেন, “আমরা একে অপরের থেকে অনেকটাই আলাদা। অনেক সময় আমাদের বিচ্ছেদও হয়ে যেতে পারত।” তবে, তাদের সম্পর্ক এখনো অটুট কেন, সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সুখী দাম্পত্য জীবনের জন্য কিছু জিনিস ভুলে যেতে হয়, এবং মাঝে মাঝে কানে কম শুনতে হয়।”
এছাড়া, তিনি মনে করেন, “সুখী দাম্পত্যের আসল রহস্য হচ্ছে, কিছু বিষয় ছাড় দিতে এবং কিছু ভুলে যেতে পারা। কিছুটা ছাড় দিলেই সম্পর্ক টিকে থাকে।”
কাজল এই সোজাসাপ্টা দৃষ্টিভঙ্গির মাধ্যমে বুঝিয়েছেন, মাঝে মাঝে কিছু কিছু জিনিস ছেড়ে দিতে হয়, তবেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। ২৫ বছরের দাম্পত্যে তারা এই দর্শনই মেনে চলেছেন, আর তাতেই তাদের সম্পর্ক স্থিতিশীল এবং সুখী।
পলিটিক্স/মি