সন্ধ্যায় উত্তরপ্রদেশের হাপুর জেলার এক হোটেলে চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীর সন্দেহজনক আচরণে সন্দিহান স্বামী মোবাইল ঘেঁটে জানতে পারেন, তিনি প্রেমিকের সঙ্গে একটি হোটেলে দেখা করবেন। স্ত্রীর পিছু নিয়েই হাপুরের ওই হোটেলে উপস্থিত হন স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা।

হোটেলের একটি ঘরে হানা দিতেই আপত্তিকর অবস্থায় ধরা পড়েন স্ত্রী ও তাঁর প্রেমিক। হাতেনাতে ধরা পড়তেই প্রেমিক প্রাণ বাঁচাতে এক মুহূর্তও ভাবেননি। নগ্ন অবস্থাতেই হোটেলের করিডর ধরে প্রায় ২০০ মিটার দৌড়ে পাশের মাঠে অদৃশ্য হয়ে যান তিনি।

এই দৃশ্য ধরা পড়ে এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল সেই ভিডিও ঘিরে এখন তোলপাড় নেটপাড়া। যদিও ভিডিওটির সত্যতা এখনও নিরপেক্ষভাবে যাচাই হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিম্বাওলি এলাকার গড় চৌপলার বাসিন্দা ওই গৃহবধূর বিবাহবহির্ভূত সম্পর্কে দীর্ঘদিন ধরেই সন্দেহ করছিলেন স্বামী। এমনকি এই ঘটনার আগে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছিলেন ওই গৃহবধূ।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী ও পরিবারের সদস্যরা হোটেলে উপস্থিত হয়ে ঘরে হানা দিতেই ঘটে এই নাটকীয় ঘটনা। আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর, ঘটনার আকস্মিকতায় প্রেমিক এমনভাবে পালান যে, রীতিমতো সিনেমার দৃশ্যকেও হার মানায়।

Share.
Leave A Reply

Exit mobile version