ধর্মীয় শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও প্রযুক্তি-সম্পর্কিত জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বলেছেন, সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামী মূল্যবোধ ও প্রযুক্তির সমন্বয় অপরিহার্য।

শনিবার সন্ধ্যায় পুত্রা মসজিদে প্রধানমন্ত্রীর বিভাগ (ধর্মীয় বিষয়ক) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি কখনোই ধর্ম ও নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হতে পারে না। ধর্মীয় শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পর্কে জানতে হবে, যেন তারা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।”

তিনি আরও বলেন, “সরকার ও ধর্মীয় আলেমদের মধ্যে সমন্বয় থাকতে হবে, যাতে জ্ঞান ও নৈতিকতা একসঙ্গে প্রযুক্তির যুগে প্রবেশ করতে পারে।”

অনুষ্ঠানে ইসলামি দাওয়াত ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন খ্যাতিমান ধর্মপ্রচারক আজলান শাহ নাবিস খান ও পাকিস্তানের বিশিষ্ট আলেম মাওলানা তারিক জামিল। তরুণ প্রজন্মের ইসলামী রেনেসাঁর নেতৃত্ব নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন বক্তারা।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁর বক্তব্যে বলেন, “আধুনিক বিশ্বের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় মুসলিমদের মধ্যে স্থিতিশীলতা ও দূরদৃষ্টি গড়ে তুলতে হলে, AI ও প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করতেই হবে।”

Share.
Leave A Reply

Exit mobile version