রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর দেশজুড়ে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে বিভিন্ন মহল থেকে বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির পদত্যাগের দাবি উঠছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে এরইমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে এবার স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধেও সরব হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (২৩ জুলাই) চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড সড়কে আয়োজিত এক পদযাত্রা সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন— স্বাস্থ্য উপদেষ্টা ড. ইউনুসের ঘনিষ্ঠ, এবং তিনি হলেন স্বজনপ্রীতির বড় উদাহরণ। তার বেতন-ভাতা ফিরিয়ে দিয়ে অবিলম্বে পদত্যাগ করা উচিত।

তিনি বলেন, “যে বাংলাদেশে আকাশ থেকে বিমান ভেঙে পড়ে, ভবন ধসে পড়ে— সে বাংলাদেশ আমরা চাই না। হাসিনার আমলে প্রচুর দুর্নীতি হয়েছে। সেই সময়ের কেনাকাটাগুলোর তদন্ত হওয়া দরকার। ওই সময় হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। আমরা বিমান বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে চাই। তাদের সরঞ্জাম নিরাপদ কি না, সেটা ভালোভাবে যাচাই করতে হবে।”

হাসনাত আরও বলেন, “আমরা দল-মত নির্বিশেষে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য চাই। আওয়ামী ফ্যাসিবাদ আবারও মাথা তুলছে। কিন্তু এবার শোককে শক্তিতে রূপান্তর করে প্রতিহত করব।”

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে, দলটির নেতারা চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ঢাকায় দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক শোকর‌্যালি আয়োজন করেন।

Share.
Leave A Reply

Exit mobile version