মুখে ভাষা প্রকাশ করতে না পারলেও অধ্যবসায় ও মনের শক্তিতে অসাধারণ সাফল্য অর্জন করেছে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী জাইমা জারনাস তানিশা। কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে এবার সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করেছে।

তানিশা ঘাটাইলের সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ঘাটাইল সদর ইউনিয়নের কমনাপাড়া গ্রামের জয়নাল আবেদীনের কন্যা। তার এই সাফল্যে কেবল পরিবারই নয়, গোটা ঘাটাইলবাসীও আনন্দিত ও গর্বিত।

জাইমা জারনাস তানিশার বাবা জয়নাল আবেদীন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার প্রকৌশলী। মা মাফুজুন নাহার বিউটি কমনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

তার শিক্ষক বাসুদেব পাল বলেন, তানিশা অত্যন্ত মেধাবী। সে বাক প্রতিবন্ধী হলেও এটি কোনো প্রতিবন্ধকতা নয়। আমি বিশ্বাস করি, সে ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করে জীবনে প্রতিষ্ঠিত হবে।

তানিশার মা মাফুজুন নাহার বিউটি বলেন, মেয়ের এমন ফলাফলে আমি খুব খুশি। কখনও ভাবিনি সে জিপিএ-৫ পাবে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, তানিশা খুব নম্র ও ভদ্র। সে প্রচুর পরিশ্রম করেছে। আমরা শিক্ষকরাও আন্তরিকভাবে সহযোগিতা করেছি। তার এমন ফলাফলে সবাই খুব আনন্দিত ও গর্বিত।

Share.
Leave A Reply

Exit mobile version