চাঁপাইনবাবগঞ্জে ‘অপারেশন ঈগল হান্ট’ মামলায় আওয়ামী লীগের তিন আসামিকে আদালতে হাজির করার সময় ডিম নিক্ষেপ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমানসহ চারজনকে পুলিশ হেফাজতে নিয়েছে।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালামসহ তিনজন আসামি জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ সময় আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আগমনের খবর পেয়ে সেখানে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে হাজতখানা থেকে বের হওয়ার সময় ছাত্রদল কর্মীরা আসামিদের লক্ষ্য করে ডিম ছোড়েন।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমানের উপস্থিতিতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমানসহ ৫–৬ জন নেতাকর্মীকে আদালতের হাজতখানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে ওসি মতিউর রহমান বলেন, ‘পরিস্থিতি শান্ত রাখার জন্য তাদের হেফাজতে নেয়া হয়েছে। তবে তাদের গ্রেফতার বা আটক করা হয়নি।’

Share.
Leave A Reply

Exit mobile version