ময়মনসিংহের ভালুকা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম আরও সুদৃঢ় করতে ২৪ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন ও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। রোববার এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন (আশরাফ মাস্টার)। যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মোস্তফা।
কমিটিতে আরও রয়েছেন বীর মুক্তিযোদ্ধা শহর ঢালী, সাবেক ব্যাংকার শাহ মাহতাব উদ্দিন, শেখ মোস্তাক আহমেদ, মো. লোকমান হেকিম এবং এনসিপির ভালুকা উপজেলা প্রতিনিধি মুফতি হাবিব জিহাদী—যাঁদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: আরাফাত সানী, নুরুজ্জামান কবির, সাকিব আল হাসান, হাফেজ মাওলানা জুনায়েদ হাসান, মো. ইব্রাহিম খলিল, মো. মিজানুর রহমান, মো. রফিকুল ইসলাম রইছ, ফরহাদ আরেফিন, হাফেজ ইমাম হোসাইন, শান্তা ইসলাম, গোলাম কিবরিয়া উজ্জ্বল, আবু সাঈদ, আব্দুল লতিফ, ওয়াসিম এবং আব্দুল মান্নান।
ঘোষণাপত্রে বলা হয়েছে, এই সমন্বয় কমিটি আগামী তিন মাস অথবা জেলা আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন, নতুন এই কমিটির মাধ্যমে এনসিপির উপজেলা পর্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল ও কার্যকর হয়ে উঠবে।