প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগে যেভাবে নির্বাচন হয়েছে, তা ছিল লোক দেখানো। এখন একটি প্রকৃত নির্বাচন আয়োজন করতে হবে। সে জন্য নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে—কার কী ভূমিকা তা স্পষ্ট করতে হবে। প্রয়োজনে মহড়া (রিহার্সাল) নির্বাচন করতে হবে যেন সঠিকভাবে অনুশীলন হয়।

বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার এই বক্তব্য জানান প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, ভোটারদের প্রশিক্ষিত করতে ভিডিও কনটেন্ট তৈরি ও তা টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি, জরুরি নম্বর যেন সবার কাছে পৌঁছে দেওয়া হয় তাও বলেছেন তিনি। নারীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ জোর দিয়েছেন ড. ইউনূস। তিনি বলেন, “অর্ধেক ভোটার নারী, কেউ যেন তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত না করতে পারে। এ জন্য পর্যাপ্ত নারী কর্মকর্তা মোতায়েন করতে হবে।”

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ১৬ বছর ধরে মানুষ সঠিকভাবে ভোট দিতে পারেনি। ভোটারদের স্মৃতিতে শুধু ভোট চুরি আর মারামারির চিত্র রয়ে গেছে। এবার যেন ভোটাররা একটি সুন্দর অভিজ্ঞতা পান—বিশেষ করে যারা প্রথমবার ভোট দেবেন, তাদের জন্য যেন এটি একটি গর্বের স্মৃতি হয়ে থাকে।

ভোটের সময় ইন্টারনেট যেন সচল থাকে এবং গণমাধ্যম যেন সুষ্ঠুভাবে কাজ করতে পারে, তা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি, নির্বাচন পর্যবেক্ষকের নাম ব্যবহার করে কেউ যেন দলীয় লোকজনকে কেন্দ্রে পাঠাতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা।

পলিটিক্স/মি

Share.
Leave A Reply

Exit mobile version