জাতীয় পার্টির সদ্য অব্যাহতিপ্রাপ্ত সিনিয়র কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, “একটা কোম্পানি একা চালানো যায়, বউয়ের সঙ্গে সংসারও সম্ভব, কিন্তু রাজনীতি একা করা যায় না।”

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা চেয়ারম্যানের চিঠি পেয়েছি—আপনার লাভ লেটার পেয়েছি। আমরা আপনাকে বহিষ্কার করিনি, ফেলে দিতেও চাই না। বরং দলকে শক্তিশালী করে বৃহৎ ঐক্য গড়তে চাই। আপনাকে আবারও বলছি—ফিরে আসুন। আপনাকে আমরা সম্মান দিতে চাই। কিন্তু দল ছোট হবে—এই রাজনীতি আমরা করব না।”

এ সময় তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “কাদের সাহেব কেন এমন করলেন? তাঁর কী হয়েছিল? তাঁর কি মানসিক পরীক্ষা দরকার? একজন সুস্থ রাজনীতিবিদ এমন আচরণ করেন না।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের আরেক সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। তারা সবাই জিএম কাদেরের একক সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন এবং দলে গণতন্ত্রের সংকট তুলে ধরেন।

চুন্নু বলেন, “আপনি আমাদের পার্টি ও পদ থেকে অব্যাহতি দিলেন, ওকে। কিন্তু প্রাথমিক সদস্য পদ থেকেও বাদ দিলেন যাতে কাউন্সিলে চ্যালেঞ্জ না হয়। আপনি যেন একদফায় নেতা হতে পারেন, এজন্যই এসব পদক্ষেপ।”

তিনি জোর দিয়ে বলেন, “আমরা জাতীয় পার্টি ছাড়ছি না। দল করব, কাউন্সিলে অংশ নেব। আপনার যতই চেষ্টা থাকুক, দল ভাঙতে দেব না। কারণ, দলের প্রতি আমাদের দরদ, অবদান আপনার চেয়েও বেশি।”

কাজী ফিরোজ রশীদ বলেন, “জাতীয় পার্টি ছোট হতে হতে ধ্বংসপ্রায়। এই দলকে আবার ঐক্যবদ্ধ করে পুনরুদ্ধারের জন্যই আজকের এই সম্মেলন।”

সংবাদ সম্মেলনের পুরো সময় জিএম কাদেরের একক সিদ্ধান্ত, স্বৈরতান্ত্রিক আচরণ ও মানসিক সক্ষমতা নিয়েই সমালোচনায় মুখর ছিলেন নেতারা। তারা বলেন, “জাতীয় পার্টি আমাদের রক্ত ও ঘামে গড়া, ব্যক্তিস্বার্থে তা ভাঙতে দেওয়া হবে না।”

পলিটিক্স/মি

Share.
Leave A Reply

Exit mobile version