বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। আজ তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নিয়েছে সিরিজ নির্ধারণী লড়াইয়ে।

পাল্লেকেলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। অর্থাৎ, শুরুতে ফিল্ডিং করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

টসের সময় বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন হাসান মাহমুদ। চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, তবে আন্তর্জাতিক ওয়ানডেতে মাঠে নামার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে বাঁহাতি ব্যাটার মোহাম্মদ নাঈম শেখকে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকলেও তাকে দলে নেওয়া হয়নি।

অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে পরাজয়ের পরও একাদশে কোনো পরিবর্তন আনেনি স্বাগতিক শ্রীলঙ্কা। পাল্লেকেলে সাধারণত হাইস্কোরিং ভেন্যু হিসেবে পরিচিত। লঙ্কান অধিনায়ক জানিয়ে দিয়েছেন, আগে ব্যাট করে কমপক্ষে ২৮০ রানের লক্ষ্য ছুঁতে চান তারা।

ওয়ানডে ইতিহাসে এটি বাংলাদেশ ও শ্রীলঙ্কার ১১তম দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে ১০ সিরিজে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র দুইবার—২০২১ ও ২০২৪ সালে, দুটোই ঘরের মাঠে। বিপরীতে, শ্রীলঙ্কা ছয়টি সিরিজ জিতেছে এবং দুটি সিরিজ হয়েছে ড্র। এখন পর্যন্ত ৫৯ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ১৩টি, শ্রীলঙ্কা ৪৪টি এবং দুটি ম্যাচ নিষ্পত্তিহীন ছিল।

🔹 বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

🔹 শ্রীলঙ্কা একাদশ:
নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা, আসিথা ফার্নান্দো।

Share.
Leave A Reply

Exit mobile version