প্রথম ওয়ানডেতে জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। শান্ত ও মিরাজদের ব্যাটিং বিপর্যয়ে ম্যাচটি জিতে নেয় শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। ২৪৯ রানের লক্ষ্য দেওয়া সত্ত্বেও তানভীর ও শামীমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬ রানের জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।
এই জয়ের পরই টাইগার শিবিরে এসেছে আরও একটি বড় সুসংবাদ। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করেছে বাংলাদেশ।
সিরিজ শুরুর আগে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে ছিল বাংলাদেশ। তখনই জানা যায়, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে অন্তত একটি ম্যাচ জিতলেই নবম স্থানে উঠে আসবে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে সেই লক্ষ্য পূরণ করেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি।
বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৮, যা তাদের নবম স্থানে নিয়ে গেছে। ফলস্বরূপ, ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে দশে।
এদিকে, বাংলাদেশকে হারের মূল্য দিয়েছে লঙ্কানরাও। র্যাঙ্কিংয়ে তারা এক ধাপ পিছিয়ে পড়েছে। ১০২ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে তাদের অবস্থান পঞ্চম। সেই সুযোগে চারে উঠে এসেছে পাকিস্তান, যাদের রেটিং ১০৪।
শনিবার রাতে ম্যাচ শেষে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং হালনাগাদ করা হয়। শীর্ষ তিনে রয়েছে যথাক্রমে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর আছে পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
চলতি র্যাঙ্কিং শুধুই গর্বের জায়গা নয়, বরং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নির্ধারণেও গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া সেই আসরে সরাসরি অংশ নিতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ে শীর্ষ আটে থাকতে হবে। না হলে খেলতে হবে কঠিন বাছাইপর্ব, যেখানে জায়গা পাবে মাত্র চারটি দল।