ইয়াঙ্গুনে বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাসে যুক্ত হলো আরেকটি সাফল্যের গল্প। বাছাই পর্বে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই এশিয়া কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে দলটি। তবে শেষ ম্যাচকে শুধু আনুষ্ঠানিকতা হিসেবে নেয়নি পিটার বাটলারের শিষ্যরা। বরং তুর্কমেনিস্তানের বিপক্ষে ৭-০ গোলের দাপুটে জয় দিয়ে বাছাই পর্বের অভিযান শেষ করেছে তারা।

শুক্রবার (৫ জুলাই) মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে প্রথমার্ধেই প্রতিপক্ষকে ধুঁইয়ে দিয়েছিল বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় ঝাঁপিয়ে পড়ে লাল-সবুজের মেয়েরা। মাত্র ৩ মিনিটেই স্বপ্না রানীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৬ ও ১৩ মিনিটে শামসুন্নাহার জোড়া গোল করে দলের দাপট আরও বাড়িয়ে দেন। ১৬ থেকে ২০ মিনিটের মধ্যে মনিকা, ঋতুপর্ণা ও তহুরা খাতুনের টানা তিনটি গোল স্কোরলাইন পৌঁছে দেয় ৬-০ তে। প্রথমার্ধের শেষ মুহূর্তে ঋতুপর্ণা নিজের দ্বিতীয় গোল করলে ৭-০ ব্যবধানে বিরতিতে যায় বাংলাদেশ দল।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও বাংলাদেশের মেয়েরা বল দখল ও আক্রমণে সমান তেজ দেখিয়েছে। তবে ম্যাচের শেষ দিকে কিছু সহজ সুযোগ নষ্ট করায় ডাবল ডিজিট গোলের ঐতিহাসিক কীর্তি অর্জন হয়নি।

বাছাই পর্বের তিন ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ১৬ বার। অন্যদিকে, নিজেদের জালে গোল খেয়েছে মাত্র একবার, মিয়ানমারের বিপক্ষে। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় ঋতুপর্ণারা। এরপর মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারায় তারা। আজকের বিশাল জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

দলটি আগামীকাল মিয়ানমার থেকে দেশে ফিরবে। বাফুফে সূত্রে জানা গেছে, মধ্যরাতেই ঢাকায় পৌঁছানোর পর নারী দলকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করছে ফেডারেশন।

Share.
Leave A Reply

Exit mobile version