চলতি বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নির্ধারিত সময় অনুযায়ী টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু।

মূলত এবারের বিপিএল শুরু হবে ডিসেম্বর-জানুয়ারিতে। পাঁচ বছরের জন্য দেওয়া হবে দলের মালিকানা। নতুন করে বিপিএলের গভার্নিং কাউন্সিলে থাকবেন বাইরের সদস্যরাও।

বিপিএলের মাস ছয়েক বাকি থাকলেও এখনও নিশ্চিত হওয়া যায়নি কয়টি ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে অংশ নেবে। এমনকি কোন ফ্র্যাঞ্চাইজি থাকছে তাও নিশ্চিত নয়।

তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেছেন, আগামী আসরে যেসব নতুন বা পুরোনো ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে, তাদের সবার সঙ্গেই পাঁচ বছরের চুক্তি করবে বিসিবি।

Share.
Leave A Reply

Exit mobile version