ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ তফসিল প্রকাশ করা হয়। নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন।

নির্বাচনের প্রার্থী হতে পারবেন ২০১৯-২০ সেশন থেকে বর্তমান শিক্ষাবর্ষ পর্যন্ত নিয়মিত শিক্ষার্থীরা। তবে ২০১৮-১৯ সেশনের ‘অছাত্ররা’ ভোট দিতে পারবেন না। ভোটার তালিকা হালনাগাদের জন্য ১৫ জুলাইয়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বাইরে ৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা ১১ আগস্ট থেকে ১৮ আগস্ট, যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী, ভোট গ্রহণ শেষে একই দিন রাতেই ফলাফল প্রকাশ করা হবে। দীর্ঘদিন পর ডাকসুর কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠনের এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

Share.
Leave A Reply

Exit mobile version