বলিউডে এক বিস্ময়কর ঘটনার সাক্ষী হল গত শুক্রবার রাতের মুম্বাই। হিন্দি ক্রাইম থ্রিলার ‘So Long Valley’-এর প্রিমিয়ারে প্রকাশ্যে পরিচালক মান সিং-কে জুতা ছুঁড়ে মারলেন অভিনেত্রী রুচি গুজ্জার। মুহূর্তেই সেই দৃশ্যের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। আলোচনা-সমালোচনায় সরগরম হয়ে ওঠে নেটদুনিয়া।

জানা যায়, ছবির সহ-প্রযোজক করণ সিং চৌহান-এর বিরুদ্ধে আগেই ২৫ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন রুচি। তার দাবি, করণ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রযোজক হিসেবে যুক্ত করে লাভের ভাগ দেওয়ার কথা বলে একাধিক কিস্তিতে অর্থ আদায় করেছিলেন। ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে ঘটে এই লেনদেন।

প্রিমিয়ারের দিন পরিচালক মান সিং-এর সঙ্গে মুখোমুখি হন রুচি। উত্তেজনার একপর্যায়ে ক্ষোভে ফেটে পড়ে জুতা ছুঁড়ে দেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত লোকজন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিছু সময়ের জন্য ধাক্কাধাক্কিও হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

রুচি এ বিষয়ে ইতোমধ্যে একটি FIR দায়ের করেছেন এবং জানান, প্রতারণার শিকার হয়ে তিনি মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত।

এর আগে কান চলচ্চিত্র উৎসবে প্রধানমন্ত্রী মোদির মুখবিশিষ্ট নেকলেস পরে রেড কার্পেটে হাঁটে আলোচনায় আসেন রুচি গুজ্জার। এবার সেই অভিনেত্রীই ভিন্ন বিতর্কের কেন্দ্রে।

Share.
Leave A Reply

Exit mobile version