বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ার ও অবিরত বৃষ্টির কারণে ফেনীর সোনাগাজী উপজেলার অন্তত ১০টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। ছোট ফেনী নদীর পানি কয়েক ফুট বৃদ্ধি পেয়ে তীরবর্তী এসব গ্রামে প্রবেশ করলে ঘরবাড়ি, ফসলি জমি ও সড়কসমূহ জলমগ্ন হয়ে যায়।

শনিবার (২৬ জুলাই) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সায়েদপুর, চর ইঞ্জুমান, মাদরাসাপাড়া, আমতলী, ইতালি মার্কেট, রহমতপুর, তেল্লার ঘাট, কাজীরহাটসহ একাধিক এলাকা প্লাবিত হয়েছে। নদীর স্বাভাবিক চেয়ে অনেক উচ্চতায় পানি প্রবাহিত হওয়ায় এসব এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা ডন চৌধুরী জানান, মুছাপুর রেগুলেটর না থাকায় প্রতিনিয়ত জোয়ারের পানি গ্রামাঞ্চলে প্রবেশ করে। এতে ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘেরগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে শনিবারের জোয়ার ছিল অস্বাভাবিকভাবে তীব্র। তিনি বলেন, একটি টেকসই রেগুলেটর নির্মাণ না হলে ভবিষ্যতে এ অঞ্চলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এভাবে পরিস্থিতি চলতে থাকলে সামনে ভয়াবহ দুর্যোগ আসতে পারে।

আরেক বাসিন্দা মোহাম্মদ মোস্তফা জানান, রেগুলেটর ভেঙে যাওয়ার পর থেকে তারা অনিশ্চয়তায় জীবনযাপন করছেন। বারবার অভিযোগ জানালেও প্রশাসন থেকে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পানির চাপে সোনাগাজীর চরাঞ্চলের প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর কৃষিজমি হুমকির মুখে পড়েছে। পাশাপাশি লোনা পানির প্রভাবে মৎস্য খাতেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা।

এদিকে জোয়ারের লোনা পানিতে হুমকিতে পড়েছে এসব এলাকার কৃষিজমি ও মৎস্য ঘের। স্থানীয় বাসিন্দারা বলছেন, এসব এলাকার প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমি ক্ষতির মুখে পড়েছে।

সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহমেদ সোহাগ বলেন,চরদরবেশ, চরচান্দিয়া, বগাদানা ও চরমজলিশপুর এলাকার কৃষিজমি প্লাবিত হয়েছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি, এসব এলাকায় আপাতত চাষাবাদ থেকে বিরত থেকে উঁচু জমিতে ফসল চাষ করতে।

Share.
Leave A Reply

Exit mobile version