বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই নানা ষড়যন্ত্র মাথা চাড়া দিয়ে উঠছে। কিন্তু এখনো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ উন্নত হয়নি। রোববার (২৭ জুলাই) নির্বাচন কমিশনে দলের ২০২৪ সালের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতে নির্বাচন কমিশন ছিল সরকারের হাতের পুতুল। দলীয় দৃষ্টিভঙ্গিতে গঠিত কমিশন গণতন্ত্রকে কবর দিয়েছে। কিন্তু বর্তমান কমিশনের কাছে দেশের মানুষ একটাই প্রত্যাশা— তারা যেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করে।

রিজভীর ভাষায়, “মানুষ চায় আর যেন শেখ হাসিনার প্রশাসনের নিপীড়ন ফিরে না আসে। এখনো অনেক কিছু সম্ভব হয়ে ওঠেনি, আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখনও প্রশ্নবিদ্ধ। তবুও জনগণের মাঝে আশা তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়। গণতন্ত্রবিরোধী চক্র নির্বাচন বানচালের ফন্দি আঁটছে। তাদের চিনে ব্যবস্থা নেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের।

রিজভী মন্তব্য করেন, “যে শক্তিগুলো একসময় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছিল, তারা আজও সক্রিয়। নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যাতে কোনো ভোটার ভয় না পায়।”

Share.
Leave A Reply

Exit mobile version