গ্রিসের একটি সমুদ্র সৈকতে এক ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলেছেন এক সিরীয় নাগরিক। ভুক্তভোগী স্টাভ বেন-সুসান নামে ওই ইসরায়েলি নাগরিক জানান, ঘটনার সময় তিনি সৈকতে অবস্থান করছিলেন।

শনিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। 

প্রতিবেদন অনুযায়ী, ওই সিরীয়কে নিয়ে বর্ণবৈষম্যমূলক কথা বলায় ইসরায়েলি পর্যটকককেই আটক করেছিল পুলিশ।

গ্রিসের একটি হাসপাতাল থেকে সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে ওই ইসরায়েলি পর্যটক জানান, তিনি ও তার স্ত্রী অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে আরেক ইসরায়েলি দম্পতির সঙ্গে কথোপকথনের সময়, এক ব্যক্তি তাদের ভিডিও করা শুরু করে। এরপর তিনি স্লোগান দিতে থাকেন—‘ফ্রি ফিলিস্তিন’, ‘ইসরায়েল নিপাত যাক’, ‘আমি হামাস’।

এক পর্যায়ে ওই সিরীয় ব্যক্তি তাদের উপর বালু ছুড়ে মারলে তিনি তাকে ধাক্কা দেন। এরপর নিরাপত্তা কর্মীরা এসে তাদের ছাড়িয়ে ওই সিরীয়কে সৈকত থেকে সরিয়ে দেন।

এই ইসরায়েলি নাগরিক আরও বলেছেন, এর এক ঘণ্টা পর স্ত্রীকে নিয়ে তিনি একটি বাথরুম থেকে বের হন। তখন দেখতে পান ওই সিরীয় তাদের কাছে আসছেন এবং তার স্ত্রীর ওপর হামলা চালাতে যাচ্ছিলেন। তার দাবি, হামলায় বাধা দিতে গেলে সিরীয় ব্যক্তি তার কানের একটি অংশ ছিঁড়ে ফেলে।

Share.
Leave A Reply

Exit mobile version